কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা চলা কালিন বিগত ৫ বছর যাবত ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজের সাথে জড়িত এবং শুরু থেকেই কাজ করছি ফাইভার ও আপওয়ার্ক সহ অনলাইন মার্কেটপ্লেসে। শিখতে ও শেখাতে ভালোবাসি তাই সেখান থেকে শুরু হয় কোডার আইটি সলিউশনের পথ চলা , বিগত ৩ বছর যাবত সেখানে প্রশিক্ষন দিয়ে আসছি ।