আজ বুক ফুলিয়ে বলতে ইচ্ছে করছে নিজের পায়ে দাড়াতে পারছি, পরিবার কে সাপোর্ট করতে পারছি, নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছি, শুন্য থেকে শুরু করা আজ এই পর্যন্ত আসছি। কিন্তু প্রত্যেক সফলতার পিছনে একজন মূল নায়ক থাকে "কোডার আইটি সলিউশন" এর সিইও "আশিকুর রহমান" ❤️ অনেক অনেক ধন্যবাদ বস যেভাবে আগলে রেখে নিজের মত করে সাপোর্ট করে আসতেছো এখনো। আমি গর্বিত এমন একজন মানুষ পেয়ে আর "কোডার আইটি সলিউশন" এর মতো প্লাটফ্রম পেয়ে সারাজীবন এই রিনি হয়ে থাকবো ❤️।
"কোডার আইটি সলিউশন" এর জন্য জন্য রইলো অনেক অনেক শুভকামনা ❤️।
লাভ ইউ "কোডার আইটি সলিউশন", ধন্যবাদ!
Onup, WordPress Developer